You dont have javascript enabled! Please enable it! গাবখান বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

গাবখান বধ্যভূমি

ঝালকাঠী শহরের কাছের ইউনিয়ন গাবখান। ইউনিয়নটির পাশেই বয়ে গেছে দেশের কৃত্তিম চ্যানেল গাবখান নদী। এ নদীর পাড়ে গাবখান হাটের কাছে পাকবাহিনীর একটি ঘাঁটি ছিল। একাত্তরের বিভিন্ন সময় অনেককে নদী পাড়ের এ মাঠে হত্যা করে হানাদার ও রাজাকাররা। প্রত্যক্ষদর্শী এ গ্রামের বাসিন্দা কৃষক এনামূল হক হিরু জানান, এ বধ্যভূমিটির কথা। মাঠটি রয়েছে তবে কোন স্মৃতিস্তম্ভ গড়া হয়নি।