পালবাড়ি গোডাউনঘাট বধ্যভূমি
একাত্তরের বিভিন্ন সময় ঝালকাঠী শহরের বর্তমান সরকারি খাদ্য গুদামের সামনে পালবাড়ি এলাকায় খালের ঘাটের সিঁড়ির উপরে অসংখ্য মানুষকে জবাই করে হত্যা করে পানিতে ভাসিয়ে দেয় পাকবাহিনী ও রাজাকাররা। এ স্থানের কাছাকাছি বসবাসরত মুক্তিযোদ্ধা দম্পতি পার্থ সারথী দাস ও রমা দাস এ গণহত্যার জায়গাটির কথা জানান। সেদিনের সিড়িটির কিছুটা ভাঙ্গা অংশ এখনও আছে। এখানেও কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকাতেও এ স্থানের নাম ওঠেনি।