আশেক মাহমুদ কলেজ হোস্টেল বধ্যভূমি
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক হোস্টেল ছিল আলবদর বাহিনীর ক্যাম্প। যুদ্ধাকালে তারা বহু লোককে ধরে এনে কলেজ এলাকাতেই জবাই করে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম. এ. হাসান, পৃ.-৩৭২; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৪৮-২৪৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৬)