পিয়ারপুর গোরস্থান বধ্যভূমি
জামালপুরের পিয়ারপুর গোরস্থানের কাছে নদীর ঘাটে ছিল পাকবাহিনীর অন্যতম বধ্যভূমি। পাকসেনারা এখানে অনেককে হত্যা করেছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম. এ. হাসান, পৃ.-৩৭১; দৈনিক বাংলা, ১২ ফেব্রুয়ারি ১৯৭২)