পিটিআই ক্যাম্প বধ্যভূমি
জামালপুরের পিটিআই ক্যাম্পে বধ্যভূমি ছিল। জামালপুরে পাকসেনাদের সহযোগী শান্তি কমিটির পাণ্ডারা শহরের বিভিন্ন জয়গা থেকে নিরীহ বাঙালিদের ধরে পিটিআই ক্যাম্পে নিয়ে আসতো এবং কখনো গুলি করে কখনো জবাই করে বা আঘাত করে হত্যা করতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম. এ. হাসান, পৃ.-৩৭১-৩৭২; দৈনিক বাংলা, ১২ ফেব্রুয়ারি ১৯৭২)