শ্মশানঘাট বধ্যভূমি
একাত্তরে যুদ্ধের সময় জামালপুরের শ্মশানঘাটে নিয়মিত গণহত্যা চালান হতো। পাক হানাদার বাহিনী শহরের বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ধরে এই শ্মশানঘাটে নিয়ে আসতো এবং পাড়ে দাঁড় করিয়ে তাঁদের ওপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম. এ. হাসান, পৃ.-৩৭১-৩৭২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৯৬; দৈনিক বাংলা, ১২ ফেব্রুয়ারি ১৯৭২)