শালপাড়া বাজার গণকবর
শালপাড়া বাজারের ছোট যমুনা নদীর সেতুর পাশে ৪০/৫০ জন সাধারণ মানুষকে হত্যা করে এই গণকবরে তাঁদের লাশ রাখা হয় বলে জানান মুক্তিযোদ্ধা আবদুল বাতেন। তিনি বলেন, তখন তিনি দশম শ্রেণীর ছাত্র। তার জেঠা আলীমুদ্দিন নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন যা তিনি গর্ব করে বলতেন। এই অপরাধে স্থানীয় রাজাকার ছইমুদ্দিন তার জেঠাকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দেয়। পাক হানাদাররা জীবন্ত অবস্থায় তার জেঠা আলীমুদ্দিনের শরীর থেকে মাংশ কেটে কুকুর দিয়ে খাইয়েছে। এভাবে পৈশাচিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে এখানে। এই দৃশ্য দেখে প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন তিনি।