পাঁচবিবি উপজেলা বধ্যভূমি
ভারত সীমান্ত সংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা। যুদ্ধকালীন এখানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এই উপজেলার কয়া, কড়িয়া, হাটখোলাসহ বেশ কয়েকটি গোপন পথে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে আচমকা শত্রু সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়তো। ফলে এই পাঁচবিবি সীমান্তের ওপর কড়া নজর রাখে পাকবাহিনী। এলাকাবাসীদের ধরে এনে পাশবিক নির্যাতন করে হত্যা করত তারা। এছাড়া দেশের বিভিন্ন এলাকার অনেক ভারতেগামী শরানার্থীকে হত্যা করে বিভিন্ন স্থানে পুঁতে রাখা হয়। জয়পুরহাটে চিনিকল মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক শিল্প কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল বাতেন, ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল খালেক, স্থানীয় সাংবাদিক সুমন চৌধুরীসহ কয়েকজন এলাকাবাসী জানান, পাঁচবিবিতে ৩টি গণকবর আছে।