You dont have javascript enabled! Please enable it! শরৎগঞ্জ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

শরৎগঞ্জ বধ্যভূমি

পাকবাহিনী একাত্তরের ১৫ এপ্রিল চুয়াডাঙ্গা জেলায় ঝিনাইদহ সড়কের দশ মাইল দূরে শরৎগঞ্জ এলাকায় আসে এবং শরৎগঞ্জ বাজার আক্রমণ করে বাজারের মানুষের ওপর গুলিবর্ষণ করে। এতে সেদিন ঘটনাস্থলেই ৭০/৮০ জন শহীদ হন। শরৎগঞ্জ বাজার পরিণত হয় একটি বধ্যভূমিতে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম. এ. হাসান, পৃ.- ২২২-২২৩, ৪০১)