সরোজগঞ্জ গণহত্যা
হানাদার বাহিনী ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা শহরে ঢোকার সময় বৈশাখ মাসের ২ তারিখ বিকেলে চুয়ায়ডাঙ্গার সরোজগঞ্জ বাজারে গুলিবর্ষণ করে হাটে আসা মানুষদের হত্যা করে। ঐদিন গুলিবিদ্ধ হয়ে আহত হন শাহাপুর গ্রামের আজগর আলি। তিনি জানান, হানাদার বাহিনী ওইদিন ৬০/৭০ জন মানুষকে গুলি করে হত্যা করে। অনেকের লাশ পড়ে ছিল হাটের পাশের মাঠে। এলাকার যারা তাঁদের স্বজনদের লাশ সনাক্ত করতে পেরেছিল তারা লাশ নিয়ে গিয়েছিল। তবে অনেকের লাশ পড়ে ছিল হাটের পাশের মাঠে। কুকুর শেয়ালে এখানে অনেক লাশ টানা হ্যাচড়া করেছে।