আলমডাঙ্গা বধ্যভূমি
আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী জানান, “আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে আলমডাঙ্গা লাল্ব্রিজের পাশে ছিল একাত্তরের বধ্যভূমি। এই ব্রিজের ওপর ছিল ট্রেন থামিয়ে মেয়েদের ও যুবকদের নামিয়ে নেওয়া হতো। তাঁদের উপর চালানো হতো অমানুষিক নির্যাতন। নারীদের ধর্ষণ করা হতো। তারপর তাঁদের হত্যা করে পাশের ফাঁকা স্থানে মাটিচাপা দেওয়া হতো। একাত্তরের জুন থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই স্থানে প্রায় ২ হাজার মানুষ হত্যা করে মাটিচাপা দেওয়া হয়”।