চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতাল পাড়া বধ্যভূমি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দক্ষিণ দিকে বেশ কয়েকটি গণকবর ছিল। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাবু বলেন, “পাকিস্তানী বাহিনীর আর্টিলারি রেজিমেন্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভবনে মূল ঘাঁটি স্থাপন করে। মুক্তিযুদ্ধকালীন সদর হাসপাতালের একটি কক্ষে লোকজনকে ধরে এনে নির্যাতন চালানো হতো। অনেক সময় প্রকাশ্যে গাছে ঝুলিয়ে মারা হতো। হত্যার পর হানাদার বাহিনী দক্ষিণ হাসপাতাল পাড়ার গণকবরে তাঁদের মাটিচাপা দিয়ে রাখতো।