ওয়াবদা গার্ড কোয়াটার বধ্যভূমি
আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী জানান, “আলমডাঙ্গা ওয়াবদা ডিভিশনের বাংলোতে পাক সেনা অফিসারদের ক্যাম্প ছিল। ট্রেন থেকে নামিয়ে নেওয়া নারীদের ওই ক্যাম্পে সরবরাহ করা হতো। তারপর তাএর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পাঠানো হতো লালব্রিজের পাশের নির্যাতন কেন্দ্রে। ওখানে সাধারণ সৈণিকরাও পাশবিক নির্যাতন চালাতো মেয়েদের ওপর। পরে তাঁদের হত্যা করে লাশ মাটি চাপা দেওয়া হতো”। “স্বাধীনতার পর ঐ স্থানটি সনাক্ত করা হয় এবং ওখান থেকে উদ্ধার করা হয় অনেক মানুষের কঙ্কাল”।