শিবগঞ্জের দোরশিয়া গ্রাম বধ্যভূমি
শিবগঞ্জ উপজেলার দোরশিয়া গ্রামের এ বধ্যভূমিতে যুদ্ধকালীন ১০ অক্টোবর ৩৮ জনকে হত্যা করা হয়। বর্তমানে নদী ভাঙ্গনের কারনে এ স্থান্টি বিলীন হয়ে গেছে। অন্য সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ‘দোবশিয়া গ্রামে’ পাক হানাদার বাহিনী বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোককে ধরে এনে নির্মমভাবে হত্যা করে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)