You dont have javascript enabled! Please enable it!

বোয়ালিয়া গণকবর

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর পাক হানাদার বাহিনী ও তাঁদের সমর্থকরা গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর, দরবারপুর, ঘাটনগর, লক্ষ্মীনারায়ণপুর, নওদাপাড়া, বৌরতলী, কাঞ্চনতলা, বঙ্গেশ্বরপুর, চকমজুমদার, নরশিয়া, পলাশবনি, সাহাপুর, আলমপুর ও বোয়ালিয়া গ্রামে আক্রমণ চালিয়ে ১৫২ জন নরনারীকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর ইউনিয়নের বিভিন্ন স্থানে লাশগুলো পুঁতে ফেলা হয়। এতে পুরো বোয়ালিয়াটি একটি গণকবর হয়ে ওঠে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!