You dont have javascript enabled! Please enable it!

গোমস্তাপুর স্মৃতি মন্দির গণকবর

গোমস্তাপুর থানার কাছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা হিন্দুপাড়ায় ঢুকে হিন্দু সম্প্রদায়ের ২৫/৩০ জন মানুষকে ধরে লাইনে দার করিয়ে গুলি করে হত্যা করে। পরযর্তীতে ঐ পাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁদের স্মৃতিতে সেখানে একটি স্মৃতি মন্দির তৈরি করে।

অন্যসূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা সংলগ্ন খালের পাড়ে গণকবর ছিল। এখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। এখানে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে একটি দিন একাত্তরের ২৩ এপ্রিল। সেদিন দুপুর একটায় হানাদার বাহিনী থানা সংলগ্ন হিন্দু পাড়ায় অতর্কিত আক্রমণ চালিয়ে সমস্ত ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩৫ জনকে ধরে নিয়ে এখানে লাইন করে দার করিয়ে ব্রাশফায়ারে করে হত্যা করে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!