You dont have javascript enabled! Please enable it!

রহনপুর এবি উচ্চবিদ্যালয়ের পাশে গণকবর

রহনপুর এবি উচ্চ বিদ্যালয়ে তৎকালীন ইপিআর অস্থায়ী ক্যাম্প গড়ে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ে বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে এসে এ স্থানে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এর মধ্যে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ঘাট নগর, গৌরিপুর, দরবারপুর, লক্ষীনারায়নপুর, গৌড়তলা, কাঞ্চনতলা ও নওদাপাড়ার একই দিনে ২৫০ জনকে ধরে এনে এই স্থানে হত্যা করা হয়। ২৫০ জনের মধ্যে ১৩৩ জনের নাম জানা গেছে। অন্যত্র বর্ণনা রয়েছে – চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর হাই স্কুলের পেছনে পুনর্ভবা নদীন তীর ছিল পাক হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি। এখানে অসংখ্য লোককে ধরে এনে তারা হত্যা করে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)