শ্মশানঘাট বধ্যভূমি
চাঁপাইনবাবগঞ্জ শহরের শ্মশান ঘাটের কাছে পাকিস্তানি সেনারা শত শত মানুষকে হত্যা করে। এর অনেক লাশ মাটিতে পুঁতে রাখে এবং অন্যগুলো নদীতে ভাসিয়ে দেয় তারা। এ স্থানে কোন স্মৃতিস্তম্ভ নাই। বর্তমানে এখানে বাড়ি-ঘর নির্মাণ করা হয়েছে এবং অনেকটা এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও অন্যান্য সূত্রে বলা হয়েছে, মহানন্দা নদী তীরবর্তী নবাবগঞ্জ শ্মশানঘাট ছিল পাক হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি। শহরের বহু তরুন ও মুক্তিযুদ্ধের সমর্থক মানুষকে এখানে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুলেটের খরচ বাঁচাতে বহু মানুষকে জবাই করেও হত্যা করা হয়। তারপর সেইসব লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)