You dont have javascript enabled! Please enable it!

শ্মশানঘাট বধ্যভূমি

চাঁপাইনবাবগঞ্জ শহরের শ্মশান ঘাটের কাছে পাকিস্তানি সেনারা শত শত মানুষকে হত্যা করে। এর অনেক লাশ মাটিতে পুঁতে রাখে এবং অন্যগুলো নদীতে ভাসিয়ে দেয় তারা। এ স্থানে কোন স্মৃতিস্তম্ভ নাই। বর্তমানে এখানে বাড়ি-ঘর নির্মাণ করা হয়েছে এবং অনেকটা এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও অন্যান্য সূত্রে বলা হয়েছে, মহানন্দা নদী তীরবর্তী নবাবগঞ্জ শ্মশানঘাট ছিল পাক হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি। শহরের বহু তরুন ও মুক্তিযুদ্ধের সমর্থক মানুষকে এখানে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুলেটের খরচ বাঁচাতে বহু মানুষকে জবাই করেও হত্যা করা হয়। তারপর সেইসব লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!