You dont have javascript enabled! Please enable it!

রেহাইচর বধ্যভূমি ও গণকবর

চাঁপাইনবাবগঞ্জ শহরের শ্মশান ঘাট গণকবর থেকে মাত্র এক কিলোমিটার দূরে রেহাইচর এলাকায় মহানন্দা নদীর তীরে অসংখ্যা সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাকে হত্যা করে পাকিস্তান সেনা বাহিনী। এ স্থানে কোন স্মৃতি স্তম্ভ নেই। নদী ভাঙ্গনে অনেকটাই বিলীন হয়ে গেছে।

অন্যসুত্রে বলা হয়েছে, রেহাইচর গ্রামে বধ্যভূমি ও গণকবর রয়েছে। এখানে  মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য মানুষকে হত্যা করা হয়। গুলি করে হত্যা করার পর লাশগুলো গর্ত করে পুঁতে ফেলা হতো। স্বাধীনতা-পরবর্তীকালে গণকবরটি আবিষ্কৃত হয়। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯, ২৭১-২৭৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!