You dont have javascript enabled! Please enable it! মেহের রেলস্টেশন বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মেহের রেলস্টেশন বধ্যভূমি

শাহরাস্তি উপজেলায় চাদপুর-লাকসাম রেল সড়কের মেহের স্টেশনে হানাদার বাহিনী ঘাঁটি স্থাপন করে। মেহের স্টেশন সংলগ্ন সূয়াপাড়া গ্রামের মৃত সেকেন্দর আলী পাটোয়ারীর ছেলে ছেলামত উল্যাহ পাটোয়ারী (৭০) বলেন, “আমাদের বাড়ির পাশে মেহের স্টেশন। আমি স্বচক্ষে দেখেছি কিভাবে পাক হানাদার বাহিনী এই এলাকার নিরীহ মানুষদের হত্যা করে। মেহের স্টেশনের পূর্ব পাশে একটি আম গাছ আজও বেঁচে আছে। আজও আমার মনে পড়ে পাক হানাদার বাহিনী রাজাকারদের ইন্ধনে এলাকার নিরীহ মানুষদের এনে পা উপর দিক দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে নির্যাতন চালাতো। স্টেশনের পশ্চিম পাশে রেল লাইনের দক্ষিণ অংশে একে একে ৪/৫টি লোককে গুলি করে একটি গর্তে ফেলে দিতো। পরে গর্তের ভিতরে কেউ নড়াচড়া করে আবারও গর্তের ভিতরে গুলি চালাতো”।

একই গ্রামের মৃত আকুব আলীর ছেলে আব্দুস সালাম (৮৫) বলেন, “আমি তখন জীবন বাজি রেখে বেবি ট্যাক্সি চালাতাম। ঘরে ছোট ছোট ছেলে-মেয়ে তাঁদের খাবার জোগানর জন্য। আমি দেখেছি, মেহের স্টেশনের পূর্ব পাশে একই গর্তে ২০/২৫ জনকে মাটি চাপা দিয়ে গণকবর দেওয়া হয়”।