You dont have javascript enabled! Please enable it!

ডাকবাংলো বধ্যভূমি

ফরিদ্গঞ্জ উপজেলার ডাকবাংলো চত্বরে পাক হানাদার বাহিনীর একটি নির্যাতন ও হত্যাকেন্দ্র ছিল। যুদ্ধাকালীন এখানে বাঙালিদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করা হয়। ফরিদগঞ্জ উপজেলা সদরের পশ্চিম বাজারে নির্জন পরিবেশে ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে ডাকবাংলোটির অবস্থান। যুদ্ধকালীন এখানে শত শত নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে পাখানাদার বাহিনী নদীতে ফেলে দেয়। ডাকবাংলোয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষদের ধরে এনে হাত-পা বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৭৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮৪)