কাটাখালি বাজার বধ্যভূমি
হাইমচর উপজেলার কাটাখালি বাজারের ওয়াপদা খাল হিল পাকিস্তানিদের হত্যাকেন্দ্র। হানাদাররা বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ধরে এনে এখানে নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করতো। প্রত্যক্ষদর্শী তৎকালীন এক চা দোকান মালিক মনা বেপারী, কর্মচারী আ. সোবাহান বলেন, মুক্তিযুদ্ধকালীন ১৪ অগাস্ট সকালে পাকবাহিনী কাটাখালী বাজারে আক্রমণ চালায়। লোকজন ভয়ে দিগ্বিদিক পালাতে থাকে। তখন কাটাখালী বাজার আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযোদ্ধারা অবস্থান করায় তাঁদের উদ্দেশ্য করেই পাকবাহিনী কাটাখালি বাজারে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালায়। ১৪ অগাস্ট তৎকালীন ছাত্র মুক্তিযোদ্ধা মুকবল পাটওয়ারী জীবন বাঁচাতে ওয়াপদা খালে ঝাঁপিয়ে পড়লে পাকবাহিনী তাকে খালেই গুলি করে হত্যা করে।