You dont have javascript enabled! Please enable it!

রাউজানের ঊনসত্তর পাড়া বধ্যভূমি

১৯৭১ এর ১৩ এপ্রিল রাউজানের ঊনসত্তর পাড়ার মহাজন বাড়ির পুকুর ঘাট সংলগ্ন পাড়ে ৭০-৭২ জন নারী পুরুষকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করা হয়। এতে মারা যান হিন্দু সম্প্রদায়ের ৬৯ জন। ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের দাহ করার পরিবর্তে তাঁদের ওই পুকুরের খাড়িতে কোনরকমে মাটিচাপা দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। স্থানীয় মুসলিম লীগের নেতারা পাকিস্তানি বাহিনীকে ওই পাড়ায় নিয়ে গিয়ে এ হত্যাকাণ্ড চালায়। ওই স্থানে কোন স্মৃতিফলক না থাকলেও স্থানীয় ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁদের নাম সম্বলিত একটি ফলক আছে। একইদিন সকালে স্থানীয় দোসরদের সহায়তায় পাকবাহিনী রাউজানের কুণ্ডেশ্বরীতে নিজ বাড়িতে নূতন চন্দ্র সিংহ এরপরে পার্শবর্তী জগতমলপাড়ায় একসাথে ৩৭ জনকে হত্যা করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!