শাকপুরা বধ্যভূমি
চট্টগ্রামের বোয়ালখালি থানার শাকপুরা গ্রামেও রয়েছে বধ্যভূমি। একাত্তরের ২০ এপ্রিল পাকবাহিনী ও তাঁদের দোসররা খুব ভোরে গ্রামটি ঘিরে ফেলে। গ্রামবাসীর অনেকেই তখন ঘুম থেকে ওঠেনি। কিছু বুঝে ওঠার আগেই তারা দেখেন সামনে পাকসেনা, পালাবার উপায় নেই। এদের মধ্যে দুজন পালাতে পারলেও অন্যদের পান দিতে হয়। তারা গ্রামে আগুন ধরিয়ে দেয়। এরপর অবিরাম গুলিবর্ষণ, চারিদিকে আগুন, শিশু-নারী-পুরুষের আর্তচিৎকার ও আহাজারিতে শাকপুরা গ্রাম যখন কাঁপছে তখন পশু লুট করে চলছে ধনসম্পদ। কেবল সম্পদ নয়, সেই সঙ্গে চলে নারী ধর্ষণও। অসংখ্য নারী তাঁদের সম্ভ্রম হারান, ১৫০ জন হারাম তাঁদের প্রান। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৭-৫৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮১; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১০২)