বড়পুকুরপাড় গণকবর
১৯৭১ সালের ১৯ মে পাকবাহিনী চট্টগ্রামের বাঁশখালী থানায় প্রবেশ করে নির্বিচারে গণহত্যা শুরু করে দেয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। প্রথম দিনেই তারা বাঁশখালির বাণী গ্রামের বিভূতিরঞ্জন চৌধুরী, আশুতোষ, দুই সহোদর সুধাংশু দে ও সুশান্ত দেসহ মোট ১৮ জনকে বড়পুকুর ঘাটে এনে গুলি করে হত্যা করে। পরে পাকবাহিনী গ্রাম ছেড়ে চলে গেলে গ্রামবাসীরা ঐ ১৮ জনকে বড়পুকুর পাড়ে গণকবরে সমাহিত করে। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৃ.-১২১-১২২)