পশ্চিম হিঙ্গুলী বধ্যভূমি
স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩ মে চট্টগ্রাম জেলার মিরশ্বরাই থানার পশ্চিম হিঙ্গুলী গ্রামের একটি পুকুর থেকে ৮৩ টি নরকঙ্কাল উদ্ধার করা হয়। জঙ্গল ঘেরা অন্ধকার এলাকায় পুকুরটি ছিল। হত্যার পর পাকবাহিনী এই পুকুরে হতভাগ্যদের ফেলে যায়। এই গ্রামটির অবস্থান ফেনী নদীর রেলসেতুর কাছেই। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৃ.-১১৪; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮০; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৪২; দৈনিক বাংলা, ৫ মে ১৯৭২)