You dont have javascript enabled! Please enable it! মিরশ্বরাই বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মিরশ্বরাই বধ্যভূমি

একাত্তরের এপ্রিলে পাকবাহিনী মিরশ্বরাইয়ে রাজাকার বাহিনী ও শান্তি কমিটি গঠনের পর হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ ও বিভিন্ন ধরণের নির্যাতন চালাতে থাকে। পাকবাহিনী মিরশ্বরাইয়ের অদূরে লোহারপুর, হিঙ্গুলী সেতু, তছি মিয়ার পুল, করের হাট ইউনিয়ন, সীমান্তবর্তী ফেনি নদীর পাড় (পূর্ব-পশ্চিমে), হিঙ্গুলী কোর্টের পাড়সহ অনেক জায়গায় নিরীহ মানুষকে হত্যা করে গণকবর দেয়। এই হত্যাকাণ্ড ও গণকবর সৃষ্টিতে অগ্রনী ভূমিকা পালন করে এ দেশীয় দালালরা। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৃ.-১১৪-১১৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৯, ২৩৫-২৩৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮২; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২)