পোর্ট কলোনি বধ্যভূমি
চট্টগ্রাম শহরের পোর্ট কলোনি এলাকায় রয়েছে বধ্যভূমি। এই এলাকায় প্রায় ১৫০ জন বাঙালি নর-নারীকে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৮-৫৯, ২৩৫-২৩৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮১, ৩৮২; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২)