হালিশহর বধ্যভূমি
চট্টগ্রামের হালিশহরে নাথপাড়ায় একাত্তরের ৩১ মার্চ একটি পরিকল্পিত গণহত্যা চালানো হয়। পাক বাহিনীর সাঁড়াশী অভিযানের সমর্থনে শওকত নামে এক জল্লাদের নেতৃত্বে স্থানীয় বিহারিরা এই হত্যাকাণ্ড চালায়। অল্প সময়ের মধ্যে কুড়াল, কিরিচ এবং রামদা দিয়ে কুপিয়ে ৪০ জন ইপিআরসহ ৭৯ জনকে হত্যা করে। ২৯ মার্চ পশ্চিম দিকের বঙ্গোপসাগর উপকূল দিয়ে পাকবাহিনী দক্ষিন কাট্টলীর ইপিআর ক্যাম্পের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে ৩০ মার্চ পাকবাহিনী উত্তরে গহনা খাল এবং দক্ষিণে ইপিআর ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকা ঘিরে ফেলে। এ অবস্থায় অধিকাংশ ইপিআর সদস্য এলাকা ত্যাগ করলেও ৪০ জন ইপিআর নাথপাড়ায় বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নিয়েছিল। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৯, ২৩৫-২৩৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৭৯, ৩৮২; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২)