ওয়্যারলেস কলোনি বধ্যভূমি
চট্টগ্রাম শহরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনি এলাকায় রয়েছে বধ্যভূমি। একাত্তরের ১০ নভেম্বর পাহারতলীর পাঞ্জাবি লাইন, ওয়্যারলেস কলোনি এবং বাহাদুর শাহ কলোনির শিশু, যুবক-যুবতী, নারী-পুরুষ, বৃদ্ধদেরকে বাসা থেকে ধরে আনে সিভিল পাইওনিয়ার ফোর্সের লোকরা। অনেককে ‘মিলিটারি অফিসার সাহেব ডাকছে’ বলে ফাঁকি দিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। এভাবে সবাইকে একত্র করে ওয়্যারলেস কলোনির নিকটস্থ পাহাড়ের কাছে নিয়ে যায়। সেখানে জল্লাদরা ধারালো অস্ত্র ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাযজ্ঞ চালায়। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত এই হত্যাযজ্ঞ অব্যাহত থাকে। নরঘাতকেরা একেকবারে আনুমানিক ২শ’ লোককে হত্যা করে। হাজার হাজার নারী-পুরুষের লাশ সেখানে পড়েছিল। কোথাও কোথাও লাশগুলোকে একত্র করে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আবার কোথাও বাড়িঘর ও লাশ ধ্বংসের জন্য গানপাউডার ব্যবহার করা হয়। (মুক্তিযুদ্ধ সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৫৫-৫৬, ২৩৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৭৮; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫৫; দৈনিক পূর্বদেশ, ১৩ ফেব্রুয়ারি ১৯৭২)