You dont have javascript enabled! Please enable it! মুকসুদপুরের বনবাড়ি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মুকসুদপুরের বনবাড়ি বধ্যভূমি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বনবাড়ি গ্রামের বৈরাগীর ভিটা বধ্যভূমি। ১৯৭১ সালের ১৭ মে মুকসুদপুর ক্যাম্প ও টেকেরহাট ক্যাম্প থেকে শতাধিক পাক সেনা মুকসুদপুরের প্রত্যন্ত বিল এলাকার গ্রাম গুলোতে অভিযান চালায়। এ দিন তারা বহুগ্রাম, মটবাড়ি, খাগড়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ৪টি গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ বনবাড়ি বৈরাগীর ভিটায় আশ্রয় নেয়।

পাকসেনারা সেখানে ২৩ জনকে হত্যা করে। পরে বিভিন্ন এলাকা থেকে মানুষদের এখানে ধরে এনে হত্যা করা হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো সেখানেই পচে গলে যায়। স্বাধীনতার পর সেখানে মানুষের হাড়গোড়, মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের প্রবীন শিক্ষক গোবিন্দ চদ্র বিশ্বাস বলেন, ১৭ মে পাকসেনারা বড় নৌকায় করে বহুগ্রাম ইউনিয়নের ৪টি গ্রামে তাণ্ডব চালায়। বনবাড়ি বিলের শেষ মাথায় বৈরাগীর ভিটায় জীবন বাঁচাতে মানুষ আশ্রয় নেয়। সেখানে হামলা চালিয়ে পাক বাহিনী প্রথম ২৩ জনকে হত্যা করে। পরে গোকুল মজুমদার, কৈলাশ বোস, খগেন মজুমদারসহ আরও অন্তত ২৫ জনকে এখানে ধরে এনে গুলি করে লাশ বৈরাগীর ভিটার ওপর ফেলে যায়।