You dont have javascript enabled! Please enable it!

ভাটিয়াপাড়ার গণকবর

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন গণকবরে অজ্ঞাত শত শত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিকামী মানুষকে কবর দেওয়া হয়েছে। ভৌগলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও নদী বন্দর ভাটিয়াপাড়ার ওয়্যারলেস স্টেশনে ১৯৭১ এর মে মাসে পাক হানাদার বাহিনী সামরিক ঘাঁটি স্থাপন করে। গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ফরিদপুর জেলার সীমান্তবর্তী  এ সামরিক ঘাঁটি থেকে পাক বাহিনী ৪টি জেলার প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে নারী ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ করত।

মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে ধরে এনে এ ক্যান্টনমেন্টে আটক রেখে নির্যাতন করত। তাঁদের হত্যা করে রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাটি চাপা দিতো। ফলে এটি গণকবরে পরিণত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন হুদা ও কমল সিদ্দিকী জানান, মুক্তিযোদ্ধা মিন্টু, জয়নাল, ইয়াসিনসহ ৪ জেল্র শত শত মানুষকে হত্যা করে পাক বাহিনী লাশ ভাটিয়াপাড়া গণকবরে মাটি চাপা দেয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!