You dont have javascript enabled! Please enable it!

কালীগঞ্জ বধ্যভূমি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরের ন্যাশনাল জুট মিলের পাশে খলাপাড়া বধ্যভূমিটি। ১৯৭১ সালের ১ ডিসেম্বর এখানে পাক হান্দার বাহিনী ন্যশনাল জুট মিলের ১০৪ কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করে। এঁরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। নভেম্বর মাসে ঐ কারখানার শ্রমিকরা মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র প্রদান করার সিদ্ধান্ত নেন। এ খবর চলে যায় ঘোড়াশাল সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত পাক ক্যাম্পে। বধ্যভূমি থেকে ঐ ক্যাম্পের দূরত্ব ছিল প্রায় দেড় কিলোমিটার। ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধাদের খোঁজে পাকসেনারা ঐ জুট মিলে যায়। সেখানে কোনো মুক্তিযোদ্ধাকে না পেয়ে তারা জামালপুরের দিকে রওনা হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে আবার জুট মিলে ফিরে যায় পাকসেনারা। এখানে মিলের ১০৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ধরে এনে মিলের ভেতরে পুকুর পাড়ে দু’লাইনে দাঁড় করায়। পরে বিকেলে গুলি ও বেয়োনেট চার্জ করে তাঁদের হত্যা করে। এই শহীদরা বিভিন্ন জেলার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে মিলের কোয়ালিটি কন্ট্রোলার আবু তালেব, টাইম কিপার আহসান উল্যাহ ও শ্যাম চরণ ঘোষ। এ তিনজনকে জামালপুর বাজারের পাশে এবং অন্য ১০১ জনকে জুট মিলের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি গর্তে গণকবর দেওয়া হয়। ঐ জায়গার উপর মিল কতৃপক্ষ ১৯৯৬ সালে স্মৃতির ফলক ‘শহীদ স্মরণে’ নির্মাণ করে বলে জানান স্থানীয় উপজেলা চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!