শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠ
শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুন নবী জানান, শ্রীপুরে স্থাপিত ক্যাম্পে পাকসেনারা স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের ধরে এনে নির্যাতন ও হত্যা করতো। পরে তাঁদের লাশ এনে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের দক্ষিণে গণকবর দেওয়া হতো। ১৯৭১ এ ১৭ জুন স্থানীয় উজিলা গ্রামের আলী প্রধান, আ. ছামাদ, তার ভাই আলাউদ্দিন, নাজিম উদ্দিন, লিয়াকত আলী, আবদুল আলী, কেওয়া গ্রামের আ. ছাত্তার, আ. খালেক, বাদশা আকন্দ প্রমুখকে ধরে এনে ব্রাশ ফায়ার করে হত্যার পর ঐ গণকবরে দাফন করা হয়। কবরটি পরে সংরক্ষণ করা হয়েছে।