You dont have javascript enabled! Please enable it!

শ্রীপুরের গণহত্যা ও গণকবর

মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় অপরাধে স্থানীয় দালালদের সহযোগিতায় পাক সেনারা শ্রীপুরের সাতখামাইর গ্রামের আ. সাত্তার, সোনাব আলী, ইসমাইল হোসেন, ইউসুফ আলী, আতর আলী, আজম আলী মানিককে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে। তাঁদের মৃতদেহগুলো ঐ গ্রামের এরশাদ আলীর জমিতে গণকবর দেওয়া হয়।