You dont have javascript enabled! Please enable it! পাইকগাছা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

পাইকগাছা বধ্যভূমি

খুলনার পাইকগাছা থানার বিভিন্ন স্থানকে পাকবাহিনী ও তাঁদের দোসর বাহিনী ১৯৭১ সালে বধ্যভূমিতে পরিণত করেছিল। এর মধ্যে সিলেমান পুর, সলুয়ার মুচিপাড়া ও বারোয়াড়ি বাজারের দর্জ্জি গুরুপদ, তার ছেলে অংশুপতি খোকন, মেয়ে মঞ্জু, ডলি ও পারুলকে একে একে গুলি করে হত্যা করেছিল রাজাকাররা। দর্জ্জি গুরুপদ’র স্ত্রীর নাম ছিল গুরুদাসী। মুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী বলেছেন, সবাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। গুরুদাসীকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। (পাশবিক অত্যাচারের পূর্বে) তাকে মেরে ফেলার জন্য হায়েনাদের অনুরোধ করেছিলেন গুরুদাসী। কিন্তু তার এই মিনতি রক্ষা হয়নি সেদিন। (তথ্য সূত্র: অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনি একাত্তরের খুলনার গণকবর ও বধ্যভূমি)