You dont have javascript enabled! Please enable it!

আজগড়া বধ্যভূমি

আজগড়া খুলনা শহর থেকে উত্তরে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৭১ সালে আজগড়াতে হত্যাযজ্ঞ চালানো হয়। পাকবাহিনী ও তার দোসররা লাইন দিয়ে দাঁড় করিয়ে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করেছিল। আজগড়ার গণহত্যার শিকার হয়েছিলেন, কালিদাস চক্রবর্তী, ধীরেন্দ্র নাথ ঘোষাল, দৈবচরণ, হীরালাল গোসাই, মন্সুর শিখদার, বৈদ্যনাথ পাড়, অতুল চন্দ্র বাছাড়সহ আরও অনেকে। (তথ্য সূত্র: অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনি-একাত্তরের খুলনার গণকবর ও বধ্যভূমি)