নিউজপ্রিন্ট মিল বধ্যভূমি
খুলনার খালিশপুর উপশহর ছিল একটি শিল্প এলাকা। এই খালিশপুরে পাওয়া গেছে অসংখ্য গণকবর ও বধ্যভূমি। এই বধ্যভূমিগুলোর মধ্যে খালিশপুরের নিউজপ্রিন্ট মিল বধ্যভূমিটি অন্যতম। পাকহানাদাররা সুপরিকল্পিতভাবে এই মিলের শ্রমিকদের হত্যা করেছিল। সেসময় খুলনা বেতারের মাধ্যমে ঘন ঘন শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা সম্প্রচার করা হতো। কাজে যোগ না দিলে বরখাস্ত করার কথাও এ সব ঘোষণায় বলা হতো। পেটের তাগিদে অনেক গরিব বাঙালি শ্রমিক কাজে যোগ দিয়েছিল। কিন্তু তারা জানতো না কি মরণফাদ তাঁদের জন্য অপেক্ষা করছে। শ্রমিকরা সেদিন কাজে যোগ দিলে পাকসেনারা তাঁদের সবাইকে গ্রেপ্তার করে একে একে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৭; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯২; দৈনিক বাংলা, ১০ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ১৯৭২; দৈনিক পূর্বদেশ, ২৯ জানুয়ারি ১৯৭২)