চরেরহাট বধ্যভূমি
খুলনার চরেরহাটে রয়েছে বধ্যভূমি। একাত্তরের এপ্রিলে দৌলতপুরের দিক থেকে কয়েকটি লঞ্চ খুলনার দিকে আসছিল। লঞ্চগুলো ছিল যাত্রীভর্তি। এই চরেরহাটে পাকিসেনারা একে একে সব লঞ্চ থামিয়ে লঞ্চের ভেতর থেকে সবাইকে বের করে এনে নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড় করায়। এরপর পাকসেনারা তাঁদের মালামাল লুট করে গুলি করে হত্যা করে। প্রায় পাচ’শ মানুষের রক্তে নদীর পানি লাল হয়ে যায় সেদিন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৪; মহানগরী খুলনা ইতিহাসের আলোকে, ড. শেখ গাউস মিয়া, পৃ.-৩৫২; দৈনিক বাংলা, ১৭ ফেব্রুয়ারি ১৯৭২)