কান্তপুর বধ্যভূমি
স্বাধীনতার পর খুলনা শহরের উপকণ্ঠে কান্তপুরের চিলমারীতে বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। ১৯৭২ সালে ‘পূর্বদেশ’ প্রতিবেদন বলা হয়, ‘এই বধ্যভূমিতে বহু নরকঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কঙ্কাল গুলোতে জড়ানো রয়েছে শাড়ি কিংবা লুঙ্গি। প্রতিরাতে স্থানীয় লোকজন এখানে অসহায় নরনারীর আর্তচিৎকার ও ক্রন্দনের শব্দ শুনতে পেতেন। আর শুনতে পেতেন বুলেটের শব্দ’। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৩; দৈনিক পূর্বদেশ, ২৯ জানুয়ারি ১৯৭২)