ক্রিসেন্ট জুট মিল বধ্যভূমি
খুলনা সদরে ভৈরব নদীর তীরে ক্রিসেন্ট জুট মিল ছিল আরেক বধ্যভূমি। পাক হানাদার বাহিনী এই মিলের হতভাগ্য বাঙালি শ্রমিকদের হত্যা করে তাঁদের লাশ নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৩; দৈনিক বাংলা, ২৯ জানুয়ারি ও ১২ ফেব্রুয়ারি ১৯৭২)