ফরেস্ট ঘাট বধ্যভূমি
খুলনায় জজকোর্টের পিছনে ফরেস্ট ঘাটে বাঙালিদের জবাই করে হত্যা করা হতো এবং লাশগুলোর পেট চিরে নদীতে ফেলে দেওয়া হতো। সেসময় প্রতিরাতে অন্তত ২০ জনকে জবাই করে হত্যা করা হতো বলে ধারণা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৩; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড – হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪৭০; দৈনিক বাংলা, ১২ ফেব্রুয়ারি ১৯৭২)