কাস্টমঘাট বধ্যভূমি
খুলনার রূপসা নদীর তীরে কাস্টমঘাট ছিল একটি বধ্যভূমি। এই কসাইখানাটি পাকিস্তানিদের সদর দপ্তরের সামনে ছিল। এখানে বাঙালিদের হাত পা বাধা অবস্থায় বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে নদীতে ফেলে দিত হানাদার জল্লাদরা। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৯৩; দৈনিক বাংলা, ২৯ জানুয়ারি ১৯৭২)