২৬ জানুয়ারী ১৯৭১ঃ দুই অংশে পৃথক সংবিধান চাই হাজীগঞ্জে – ভাসানী
মওলানা আবদুল হামিদ খান ভাসানী চাদপুরের হাজীগঞ্জের জনাব আলী ময়দানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সার্বভৌম পূর্ব পাকিস্তান গঠনের জন্য তিনি শেষ রক্তবিন্দু দেবেন। কেউ তার এ দাবি স্তব্দ করে দিতে পারবে না। কামান বন্দুক দিয়েও এ দাবী ঠেকানো যাবে না। প্রয়োজন হলে তিনি সংগ্রামের পথ বেছে নেবেন। তিনি বলেন একমাত্র সমাজতান্ত্রিক অর্থনীতি এবং শ্রমিক কৃষক রাজ মানুষকে মুক্তি দিতে পারে। তিনি শেখ মুজিবের উদ্দেশে বলেন শেখ মুজিব দীর্ঘদিন রাজত্ব করুক আপত্তি নেই কিন্তু বাংলার দাবীর প্রতি বিশ্বাসঘাতকতা করলে তাকেও ক্ষমা করা হবে না। তিনি দেশের দুই অংশের জন্য দুটি পৃথক সংবিধান দাবী করেন। তিনি বলেন মুসলিম লীগ লাহোর প্রস্তাবের মর্যাদা দেয়নি বলে তাদের পতন হয়েছে।