ফেরিঘাট বধ্যভূমি
খুলনা ফেরিঘাট এলাকায় ছিল বধ্যভূমি। এই ফেরিঘাট এলাকায় পাকসেনারা লঞ্চ–স্টিমারের যাত্রীদের ধরে এনে লুটপাট করে হত্যা করত তাঁদের। এরপর লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড – হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ. –৪৮০; দৈনিক সংবাদ, ১৫ ফেব্রুয়ারি ১৯৭২)