You dont have javascript enabled! Please enable it! মহালছড়ি উপজেলার তেলাং তাঙ্গা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মহালছড়ি উপজেলার তেলাং তাঙ্গা বধ্যভূমি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার তেলাং তাঙ্গা এলাকায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বাড়ি থেকে ধরে এনে চিত্ত রঞ্জন চাকমা (কার্বারী), গৌরাঙ্গ দেওয়ান, সব্যসাচি চাকমা এই তিঞ্জঙ্কে গুলি করে হত্যা করে পরে তাঁদের পাহাড়ি এলাকায় গণকবর দেয় পাক সেনারা

খাগড়াছড়িতে বধ্যভূমি বা গণকবরকে কোন রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ায় ক্ষুব্ধ খাগড়াছড়ি সরকারি কলেজীর সাবেক অধ্যক্ষ . সুধিন চাকমা

. সুধিন চাকমা বলেন, ১৯৭১ সালের ১৩ মে তার বাবা চিত্ত্রঞ্জনসহ আরও দুই জনকে পাকিস্তানি সৈনিকরা নৃশংসভাবে হত্যা করে তার আক্ষেপ গণকবরটিকে বধ্যভূমি করার উদ্যোগ নেয়নি প্রশাসন