জুয়েল এলুমিনিয়াম ফ্যাক্টরি বধ্যভূমি
কুষ্টিয়ার জুয়েল এলুমিনিয়াম ফ্যাক্টরি বধ্যভূমিতে এখনও কালের নীরব সাক্ষী হয়ে রয়েছে একটি তেঁতুল গাছ। ইংরেজি ণ বর্নের মত এর দুটো বিস্তারিত শাখার মাঝখানে মাথা চেপে রেখে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হত বাঙালিদের। মিল পাড়ার কোহিনূর বেকারির মালিককে সপরিবার এভাবে নৃশংসভাবে এখানে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ৪০১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪০০; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৭৪)