রেলস্টেশন বধ্যভূমি
খুলনা শহরের কেন্দ্রস্থলে রেল স্টেশন ও রেল লাইনের বিস্তির্ন এলাকা জুড়ে করা হয়েছে বাঙালি নিধন। এপ্রিল–মে মাসে জল্লাদ সৈনরা খুলনা রেল স্টেশন এলাকাতে বহু বাঙালিকে হত্যা করেছে। যাদের অনেকেই জেলার বাইরে থেকে আসা ট্রেন যাত্রী। সবকিছু লুটপাট করে এদের হত্যা করা হতো। তারপর লাশগুলোর পেট চিরে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেগুল জলের গভীরে তলিয়ে যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৮; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড – হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ. –৪৮০; দৈনিক বাংলা, ১৫ ফেব্রুয়ারি ১৯৭২)