মহাশ্মশান বধ্যভূমি
একাত্তরে পাক হানাদার বাহিনী কুষ্টিয়ার মহাশ্মশান এলাকাকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করেছিল। এখানে তারা বহু বাঙালিকে হত্যা করেছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ৪০১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪০০; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৭৪)