কুষ্টিয়া হাউজিং কলোনি বধ্যভূমি
কুষ্টিয়া শহরের আরেকটি বধ্যভূমি হল হাউজিং কলোনি। এটি হাউজিং এস্টেটেরই একটি অংশ। এখানে পাকবাহিনীর কিশোরী, তরুনীসহ সব বয়সের মেয়েদের আটকে রেখে পাশবিক নির্যাতন চালাতো। তাঁদের এই অত্যাচারের হাত থেকে বিধবা, পঙ্গু মেয়েরাও বাদ পড়েনি। এমনকি চার দিনের প্রসূতিও তাঁদের হাত থেকে রক্ষা পায়নি। এখানে অনেক পুরুষ–মহিলাকে পাকবাহিনী ও তার দোসররা হত্যা করেছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ১১০; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪০০)